সারাদেশ

সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:১৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা কোর্ট চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। মানববন্ধন ও সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা এ্যাডভোকেট রফিক সরকার এবং আরও অনেক নেতা-কর্মী। সাইদুর রহমান বাচ্চু বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত খুনিরা এখনও দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যারা গ্রেফতার হয়েছে, তারা জামিনের জন্য নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের দোসরদের কারণে আমাদের ভাইয়েরা নিহত হয়েছে, বহু পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে। আমরা খুনিদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।