সারাদেশ

সিরাজগঞ্জে ভুয়া চক্ষু চিকিৎসকের ১ লাখ টাকা জরিমানা, সেবা কেন্দ্র সিলগালা

সিরাজগঞ্জে ভুয়া চক্ষু চিকিৎসকের ১ লাখ টাকা জরিমানা, সেবা কেন্দ্র সিলগালা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, দুপুর ১:৫৩

সিরাজগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এক ভুয়া চক্ষু চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছে এবং তাঁর পরিচালিত চক্ষু সেবা কেন্দ্র সিলগালা করেছে। মঙ্গলবার রাত ৮টায় সিরাজগঞ্জ পৌরসভার বাহির গোলা গুড়ের বাজার এলাকায় সিরাজগঞ্জ আই কেয়ার চক্ষু সেবা কেন্দ্রে এই অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন ২০১০ এর ২৯ ধারার অধীনে ভুয়া চক্ষু চিকিৎসক ইয়াকুব আলীকে এই অর্থদণ্ড করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু, মেডিকেল অফিসার ডা. রিয়াজুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি, এবং সেনাবাহিনীর সদস্যরা।