সারাদেশ

আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র মোহাম্মদ আলীকে বরণ করল জামায়াত

আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র মোহাম্মদ আলীকে বরণ করল জামায়াত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, রাত ১২:০৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত পিরোজপুরের কাউখালি উপজেলার সন্তান মোহাম্মদ আলী (১৭) পায়ে ও পেটে একাধিক গুলিবিদ্ধ হন। দীর্ঘ তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি সম্প্রতি পিরোজপুরে ফিরে আসেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা তাকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং মহান রবের দরবারে তার সুস্থতার জন্য দোয়া করেন। বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি জহিরুল হক জহির, সাবেক আমির মাওলানা আ. হালিম, জেলা ইউনিট সদস্য ড. আব্দুল্লাহিল মাহমুদ, পিরোজপুর পৌরসভার আমির শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলার সেক্রেটারি রাকিবুল হাসান, যুব বিভাগ পিরোজপুর পৌরসভার সেক্রেটারি এইচ এম মামুন, ৪নং ওয়ার্ড সেক্রেটারি আশিকুর রহমান নয়ন, এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সাহিত্য সম্পাদক আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। এটি মোহাম্মদ আলীর সাহসিকতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে এবং তার সুস্থতার জন্য সকলের সমর্থন ও প্রার্থনা কামনা করা হয়েছে।