সারাদেশ

রাজশাহী শিক্ষা বোর্ডে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহী শিক্ষা বোর্ডে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, রাত ১১:৫৯

রাজশাহী শিক্ষা বোর্ডে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২ টায় রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে 'বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ চাই' স্লোগান সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে, প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর সাক্ষরিত একটি স্মারকলিপি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, মাধ্যমিক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মঞ্জুর রহমান খান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. গোলাম ছারোয়ার, এবং রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আন্ত শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. হুমায়ূন কবীর লালু, সহ-সভাপতি আজাদ আলী, এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. শফি উদ্দিন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পেয়ে কিছু সংখ্যক শিক্ষার্থী শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছে। এ সময় গালমন্দ, শারীরিক লাঞ্চনা ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনাও ঘটে। গত ২০ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডে কর্মকর্তারা কিছু শিক্ষার্থীর দ্বারা হামলার শিকার হন। একইভাবে রাজশাহী শিক্ষা বোর্ডেও গত ২০ অক্টোবর কিছু শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের নেতৃত্বে তাদের বোর্ডের বাইরে পাঠানো হয়। স্মারকলিপিতে এই ধরনের বিধি বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করার জন্য এবং সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।