সারাদেশ

মির্জাগঞ্জে সালিশ বৈঠকে মারধরের ঘটনায় ২ দিনেও গ্রেফতার হয়নি আসামি

মির্জাগঞ্জে সালিশ বৈঠকে মারধরের ঘটনায় ২ দিনেও গ্রেফতার হয়নি আসামি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, রাত ১১:৫৭

মির্জাগঞ্জ উপজেলায় সালিশ বৈঠকে মারধরের ঘটনায় ভূমি তহসিলদার মোঃ তারিকুল ইসলাম তারেক মুন্সির (৪৫) বিরুদ্ধে মামলা হলেও, মামলার ২ দিন পার হলেও এখনো গ্রেফতার করা হয়নি প্রধান আসামিসহ কাউকে। অভিযুক্ত তারেক মুন্সি দেউলী সুবিদখালী ইউনিয়নের ভূমি তহসিলদার এবং পূর্ব সুবিদখালী গ্রামের আজাহার মুন্সির ছেলে। মারধরের শিকার আলতাফ হোসাইন (৭২) নামের এক ব্যক্তি রামপুর গ্রামের বাসিন্দা এবং তিনি তারেক মুন্সিকে প্রধান আসামি করে গত ২০ অক্টোবর মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-১১। তবে অভিযোগ রয়েছে, মামলার ২ দিন পার হলেও আসামিরা গ্রেফতার হয়নি। এই ব্যাপারে ন্যায়বিচার চেয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মামলার সূত্রে জানা যায়, আলতাফ হোসাইনের পরিবারের সাথে জলিলুর রহমানদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে এই বিরোধের সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষ কাঠালতলী এলাকায় সালিশ বৈঠকে বসে। বৈঠকে জলিলুর রহমানের পক্ষের সালিশদার হিসেবে উপস্থিত ছিলেন তারেক মুন্সি, যিনি সম্পর্কে জলিলের খালাতে ভায়রাভাই। বৈঠক চলাকালে কথাকাটাকাটি হলে, তারেক মুন্সিসহ ৭-৮ জন আলতাফের ছেলে সরোয়ার হোসাইন (৪৪), সাকুর (২৬), এবং এনামুল (২৩)কে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তারা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী আলতাফ হোসাইন জানান, আসামিরা অত্যন্ত প্রভাবশালী ও ভয়ংকর প্রকৃতির লোক। আমার ছেলেদের গরুর মতো পিটিয়েছে। মামলা করেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহম্মেদ বলেন, আসামিদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।