সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

জয়পুরহাটের কালাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, রাত ১১:৫৫

জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, সিএনজি চালক এনামুল হক ও বেলাল উদ্দিন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, বাস, সিএনজি, অটো চালকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে ইউএনও শামীমা আক্তার জাহান সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের সচেতন থাকার পরামর্শ দেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।