সারাদেশ

ঠাকুরগাঁওয়ে যুবকের রহস্যজনক মরাদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে যুবকের রহস্যজনক মরাদেহ উদ্ধার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, রাত ১০:৪৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে শানু (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু। আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) ভোর রাতে নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট পাচপীর গোরস্থানের পুকুর পাড়ে ছোট স্থানীয়রা ফজরের নামজের পরে ধান ক্ষেতে পানি নিতে আসলে পাঁচপীর কবর স্থানের পুকুর পাড়ে একটি ছোট্ট আম গাছে ডালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করেন। নিহত শানু উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজির হাট পশ্চিমপাঁড়া গ্রামের আবু তাহের হোসেনের ছেলে। তিনি ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং শেষ করেছে। নিহতের চাচাতো ভাই সাদ্দাম হোসেন বলেন, ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর শানু বাড়িতেই থাকতেন। আমি তাকে কাল রাতেই দেখেছি । তবে রাতে বাসায় ফিরেছিলো কিনা এ বিষয়ে সঠিক বলতে পারব না। ঘটনাস্থলে দেখতে আসা স্থানীয়রা বলেন, ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা পাস করে এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করত। সে খুবই শান্ত স্বভাবের ছিল। পারিবারিক ভাবেও সে তেমন কোন ধরনের চাপেও ছিল না। আত্মহত্যা করে থাকলে সে কোন প্রেমের সম্পর্কের জেরে করে থাকতে বলে অনেকে মনে করছেন। তবে গলায় ফাঁসের প্রক্রিয়া দেখে অনেকে মনে করছেন এটা আত্মহত্যা নয় এটা কোন পরিকল্পিত হত্যা। এবিষয়ে রাণীশংকৈল সার্কেল (এএসপি) রেজাউল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।