"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালিত হয়েছে। মাধবদী থানা শাখা ও পৌর শাখা নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের আয়োজনে এ দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়, যা বাস্তবায়নে মাধবদী থানা পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগ সক্রিয় ভূমিকা পালন করে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় রাইন ওকে মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে বাসস্ট্যান্ডে জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়। এরপর মরহুমা জাহানারা কাঞ্চনের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন, যানবাহন পরিদর্শক আবুল বাশার, নিসচা মাধবদী থানা শাখার উপদেষ্টা এমদাদুল ইসলাম খোকন, সুশাসনের জন্য নাগরিক মাধবদী থানা শাখার সভাপতি মকবুল হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নিসচা মাধবদী শাখার সভাপতি শাওন খন্দকার শাহিন, সহ-সভাপতি কাজী মেহবুব ইয়াসিন সৃজন, সাধারণ সম্পাদক মুস্তাকিম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ সড়ক চাই আন্দোলনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন চাকার অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ হলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না, যা দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক বিভাগকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
মতামত