সারাদেশ

তাড়াশে যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাড়াশে যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, রাত ১১:৪৯

সিরাজগঞ্জের তাড়াশে যৌথ বাহিনীর অভিযানে ছয় বোতল ফেন্সিডিলসহ আনোয়ারা খাতুন (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৫টার দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের জয়ন্তিহার গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নিমগাছি আর্মি ক্যাম্পের কমান্ডার মো. নাসির উদ্দীন খাঁন এবং তাড়াশ থানা টহল টিম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারা খাতুনের ঘর থেকে মাদক উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। নিমগাছি আর্মি ক্যাম্পের কমান্ডার মো. নাসির উদ্দীন খাঁন বলেন, আমরা জানতে পারি যে আনোয়ারা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। অভিযান চালিয়ে তার ঘর থেকে ছয়টি ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।