সিরাজগঞ্জের তাড়াশে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে তাড়াশ পৌর বিএনপি।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল খোন্দকার, যুবনেতা নুরুল ইসলাম, ছাত্রদলের নেতা হিরা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সাব্বির খোন্দকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, ইতিহাসে লক্ষ্মণ সেনের পলায়নের সময় কিংবা ১৯৭১ সালে পাকিস্তানি শাসকদের পলায়নের পর তাদের কোনো পদত্যাগপত্র ছিল না। শেখ হাসিনার পলায়নের পর তারও পদত্যাগের প্রয়োজন নেই। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মিথ্যাচার করে দেশকে সংকটে ফেলছেন এবং শেখ হাসিনাকে রক্ষার ষড়যন্ত্র করছেন। তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তাই আমরা তার দ্রুত পদত্যাগের দাবি জানাচ্ছি।
মতামত