সিরাজগঞ্জের তাড়াশে মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টায় নিমগাছী আর্মি ক্যাম্পের এক সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসির উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর গ্রামের মৃত গোলাপ মোল্লার ছেলে রফিকুল ইসলাম ও মন্টু মিয়া এবং বগুড়া জেলার শেরপুর উপজেলার ব্র্যাক বটতলা গ্রামের দুদু মিয়ার ছেলে রায়হান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়। অভিযানে মন্টু হোসেনের বাড়ি থেকে ৩ কেজি গাঁজা, ৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও মাদক সেবনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
আটককৃত আসামিদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত