সারাদেশ

নবাগত জেলা প্রশাসকের সাথে রাণীশংকৈলের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবাগত জেলা প্রশাসকের সাথে রাণীশংকৈলের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, রাত ১১:৪০

ঠাকুরগাঁও জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানা রাণীশংকৈল উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি তার বক্তব্যে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং শিক্ষার মানোন্নয়ন, কৃষি ও কৃষকের স্বার্থ সংরক্ষণ, অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জোর দেন। এছাড়া, হাসপাতালের অনিয়ম দূরীকরণ, মাদক ও ক্যাসিনো প্রতিরোধ এবং হাট-বাজারে অতিরিক্ত ট্রোল আদায় বন্ধের মতো সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণের কথা বলেন। জেলা প্রশাসক এসব ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন। সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের জন্য জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক ইশরাত ফারজানা সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে, তাই তাদের সহযোগিতা ছাড়া সমস্যাগুলোর সমাধান সম্ভব নয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।