সারাদেশ

ফ্যাসিবাদের দোসররা ফিরে এলে দায় বর্তমান সরকারের: রিজভীর হুশিয়ারি

ফ্যাসিবাদের দোসররা ফিরে এলে দায় বর্তমান সরকারের: রিজভীর হুশিয়ারি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:৩১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের দোসররা আবার ফিরে এলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় পুলিশের গুলিতে নিহত শহিদ ইয়ামিন ও নাফিসার পরিবারের কাছে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। রিজভী বলেন, "রাষ্ট্রের সংস্কার করতে হবে দ্রুত এবং সেই সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্র-জনতার ওপর গুলি করা হলেও অপরাধীরা গ্রেফতার হচ্ছে না, বরং পালিয়ে যাচ্ছে।" তিনি আরও বলেন, "আওয়ামী লীগ সরকার আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এবং দ্রব্যমূল্য কমিয়ে মানুষের সাধ্যের মধ্যে রাখতে হবে।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক, সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।