সারাদেশ

সাতক্ষীরায় জেলা বিএনপি নেতা শেখ তারিকুল হাসানের সঙ্গে শিবপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

সাতক্ষীরায় জেলা বিএনপি নেতা শেখ তারিকুল হাসানের সঙ্গে শিবপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:৩০

গত বুধবার রাতে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানের সঙ্গে শিবপুর ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ মতবিনিময় করেন। এই সভায় জেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা সদর বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী, এবং শিবপুর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলার মো. মহসিন আলম ও হাদিউজ্জামান হাদীর নেতৃত্বে আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন আব্দুস সামাদ, মো. বাবলু, আবুল কালাম, মো. জাকির হোসেন, মো. শ্যামলী, মো. মুজাহিদ, মো. এরশাদ সহ শিবপুর ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।