চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার বিকেল ৪টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে শুরু হয়ে মিছিলটি প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। সমাবেশে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নিষিদ্ধ করার দাবি জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে চবি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দেন, মঙ্গলবারের মধ্যে গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা ছাত্রলীগ ও তাদের দোসরদের বাংলার মাটিতে দেখতে চাই না। অনতিবিলম্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নিষিদ্ধ করতে হবে, নাহলে ছাত্র জনতা কঠোর জবাব দেবে।
মতামত