জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুরে আগাম আখচাষ, STP বেড স্থাপন ও সরাসরি আখরোপণের আধুনিক কলাকৌশল, বিশুদ্ধ বীজের ব্যবহার, এবং আখের পরিচর্যা ও সরবরাহ সংক্রান্ত বিষয়ে আখচাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) মহিপুর আখ ক্রয় কেন্দ্রে জয়পুরহাট চিনিকলের কৃষি বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আখচাষি ওয়াহিদুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান। তিনি আখচাষে ধৈর্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, আখের সাথে সাথী ফসল করলে চাষীরা অধিক লাভবান হবেন। তিনি আরও বলেন, আখের মুল্য ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধের অঙ্গীকার রয়েছে এবং আখচাষীদেরকে স্বাস্থ্যসম্মত চিনি উৎপাদনের জন্য বেশি করে আখচাষের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন চিনিকলের জিএম (কৃষি) মোঃ তারেক ফরহাদ, যিনি আখচাষীদের সার, কীটনাশক, এবং বিশুদ্ধ বীজ সরবরাহের প্রতিশ্রুতি দেন। এছাড়াও বিভিন্ন আখচাষ কেন্দ্রের কর্মকর্তারা এবং আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী উপস্থিত ছিলেন।
সভা শেষে সভাপতি একরামুল হক আখচাষের গুরুত্ব তুলে ধরে সন্তানের মতো করে আখচাষ করার পরামর্শ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মতামত