চাঁপাইনবাবগঞ্জে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর তিন দিনব্যাপী যুব ফোরামের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার, তিনদিনের প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহ আলম প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও ব্যাগ তুলে দেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর এস এম মহিউদ্দিন মইন। এই প্রশিক্ষণটি আস্থা প্রকল্পের সহযোগিতায় এবং ডেমোক্রেসী ওয়াচের বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩০ জন যুব অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক রেজাউল করিম, সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন, এবং সদর উপজেলার প্রশিক্ষণার্থীরা।
মতামত