ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। অভিযানের সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
র্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও ব্যবসায়ীদের গ্রেফতারের পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, ২০ অক্টোবর ২০২৪ তারিখ রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকার গাঁজা এবং পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
- মোঃ সাদ্দাম (৩৫), সাং-কাঠুয়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
- মোঃ শমসের আলী (৩১), সাং-কাঠুয়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়া এবং নিকটবর্তী এলাকায় বিক্রি করত তারা। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত