বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিএনপির প্রখ্যাত নেতা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া এলাকায় সংবর্ধিত হয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি, পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম নেছারের পক্ষে ঐতিহাসিক শান্তির হাটে এই সংবর্ধনা ও পথসভার আয়োজন করা হয়।
শনিবার দুপুরে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার গাড়িবহর পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানায় শত শত নেতাকর্মী। ‘নেছার ভাই এগিয়ে চলো, পটিয়াবাসী তোমার সাথে’ এবং ‘সুকোমল বড়ুয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম’ সহ নানা গ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সংবর্ধনা অনুষ্ঠানে পটিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া, শান্তিরহাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং হাজারো জনতা উৎসাহভরে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
মতামত