সারাদেশ

তন্ময় হত্যার বিচারের দাবিতে গোমস্তাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

তন্ময় হত্যার বিচারের দাবিতে গোমস্তাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, রাত ১১:৩২

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এসএসসি পরীক্ষার্থী তন্ময় হত্যার বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রোববার সকালে খয়রাবাদ তাহিনগর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং কলেজ মোড়ে গিয়ে আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, ১৩ অক্টোবর ২০২৪ তারিখে তন্ময় (১৭) নামে এক ছাত্র নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর ঘাটে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তন্ময়ের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা থানায় বিচার চেয়ে একাধিকবার গেলেও মামলা গ্রহণ না করার অভিযোগ উঠেছে। এর ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশটি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং সেখানে ইউডি মামলা হয়েছে।