সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে ইউএনও মোঃ মহিদুল হকের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, এবং টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম। এছাড়াও ৬ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ বলেন, বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার মতোই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের পরিকল্পনা চলছে। কিন্তু ইউনিয়ন পরিষদ স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আমরা এই অপসারণ প্রক্রিয়া বন্ধের দাবি জানাচ্ছি।
তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ নাগরিকত্ব, চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, আয়ের সনদ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো বিভিন্ন সরকারি কার্যক্রম পরিচালনা করে, যা গ্রাম আদালতসহ নানান উন্নয়ন প্রকল্পে যুক্ত। তাই জনপ্রতিনিধিদের অপসারণ না করার আহ্বান জানানো হয়েছে।
মতামত