সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, রাত ১১:২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস (২২ অক্টোবর) উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম। সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান সভার সভাপতি। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার কার্যক্রম বাড়াতে হবে এবং পথচারীদেরও সতর্ক থাকতে হবে। চালক ও পথচারীদের সমন্বিত প্রচেষ্টায় শহরকে যানজটমুক্ত রাখা সম্ভব। সভায় উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃ দাঃ) সওজ মোঃ মেহেদী খান, চাঁপাইনবাবগঞ্জ বিআরটি’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ শাহজামান হক, নিরাপদ সড়ক চায় কমিটির প্রতিনিধি মোসাঃ ফারুকা বেগম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, এবং জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সেন্টু বক্তব্য রাখেন। এছাড়াও সভায় সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, সিভিল সার্জনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।