দেশের মিডিয়াকর্মীদের আস্থার ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র নতুন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬) ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) ঢাকার পুরানা পল্টনে সংস্থার অফিসে আয়োজিত আলোচনা সভা শেষে ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নূর ইসলাম।
এই নবগঠিত কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি এর আগেও সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আলোচনা সভায় সাংবাদিক কল্যাণ এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নূর ইসলাম, এবং উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক আলতাফ সাহেবের রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।
মতামত