বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে ছাত্র-জনতা হত্যায় জড়িত আলোচিত আসামি জাকির হোসেন ওরফে মামা জাকির (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে এবং রাতে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মোর্শেদ।
জানা গেছে, মামা জাকির সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ভাগ্নে। অভিযোগ রয়েছে, তিনি রাজীবের অবৈধ ব্যবসার দেখাশোনা করতেন।
থানা সূত্রে জানা যায়, সাভারে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে গুলি চালায়, যা প্রাণহানি ঘটায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা আটটি মামলার আসামি জাকির। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর জাকিরসহ অনেক আওয়ামী লীগ নেতা-কর্মী আত্মগোপনে চলে যান।
সাভার মডেল থানার উপপরিদর্শক তানভীর মোর্শেদ জানান, মামা জাকিরকে আটকের পর রোববার আদালতে পাঠানো হবে এবং রিমান্ডের আবেদনও করা হবে।
মতামত