সারাদেশ

রাজারহাটে ২,৭৫০ দরিদ্র নারীর মাঝে ৬.৮ কোটি টাকা বিতরণ

রাজারহাটে ২,৭৫০ দরিদ্র নারীর মাঝে ৬.৮ কোটি টাকা বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, রাত ৯:০২

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অতি দরিদ্র নারীদের আয়ের উৎস বাড়ানোর লক্ষ্যে ইসলামিক রিলিফ বাংলাদেশ নগদ টাকা সহায়তা প্রদান করেছে। গতকাল (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সরকার অরুণ যদু এবং সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত। ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর প্রকল্প অফিসার মোঃ মনজুরুল ইসলাম জানান, রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নের মোট ২,৭৫০ জন অতি দরিদ্র নারীকে আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৬ কোটি ৮৭ লক্ষ ৫০ হাজার টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।