সারাদেশ

জিন্দারপুর ইউনিয়নে জামায়াতের আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

জিন্দারপুর ইউনিয়নে জামায়াতের আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:০২

জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের উদ্যোগে ২০ অক্টোবর বিকেলে এলতা ইকরা হাফেজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় জামায়াতের আলোচনা সভা ও সুধী সমাবেশ। ইউনিয়ন আমীর মাওলানা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা মোঃ আনোয়ার হোসাইন এবং জেলা জামায়াতের নেতা আলহাজ মাওলানা মোঃ নুরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর আব্দুর রউফ। এছাড়াও বক্তব্য দেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফ্ফর হোসেন, পুনট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আজিজুল হক, এবং বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মোঃ আইয়ুব আলী আনসারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক শিবির নেতা ও জামায়াতের যুব বিভাগের নেতা মোঃ কাউসার আহমেদ।