সারাদেশ

সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক রূপালী বাংলাদেশের নবযাত্রা

সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক রূপালী বাংলাদেশের নবযাত্রা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৫৯

মুক্ত চিন্তার দূরন্ত প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রায় সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের রমিজ বিপনীস্থ মোহনা টেলিভিশনের অফিসে এই আয়োজন সম্পন্ন হয়। মোহনা টিভি ও দৈনিক রূপালী বাংলাদেশের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনবির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক রেজাউল করিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদসহ অন্যান্য সাংবাদিক ও বিশিষ্টজনেরা। সাংবাদিক নেতৃবৃন্দ পত্রিকার নবযাত্রায় কুলেন্দু শেখর দাসকে সুনামগঞ্জ জেলা প্রতিনিধির দায়িত্ব প্রদান করায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করেন, দৈনিক রূপালী বাংলাদেশ হাওরের অসহায় ও দুঃখী মানুষের জীবনের গল্প তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।