সারাদেশ

মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন

মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৫৭

রাজশাহীতে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে। আজ দুপুর ১২টায় ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএসটি) ক্যাম্পাস চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তাদের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন তারা বৈষম্যের শিকার না হন এবং দেশের জনসাধারণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের ৬ দফা দাবি পূরণ করতে হবে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ১. স্বতন্ত্র পরিদপ্তর গঠন। ২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের (২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান এবং দ্রুত নিয়োগের ব্যবস্থা। ৩. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃষ্টি এবং চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা। ৪. ঢাকা আইএইচটি-কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং অন্যান্য আইএইচটি-তে স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন। ৫. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন। ৬. বি ফার্মসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু এবং স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা চালু। মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি এম ট্যাব অসীম কুমার ঘোষ, সাদ্দাম হোসেন, আহ্বায়ক বি এস সি ফিজিও থেরাপি মো. সেলিম রেজা, আঞ্চলিক সাধারণ সম্পাদক মো. আরিফ, সদস্য সচিব মো. আবু সাঈদ, মো. ওলিউল্লাহ, মো. আয়াতুল্লাহ খমেনিসহ অন্যান্য শিক্ষার্থীরা।