সারাদেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে ছাত্র জনতার মানববন্ধন

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে ছাত্র জনতার মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৫৫

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) জাকির হোসেনের পদত্যাগ দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা মানববন্ধন করেছে। রবিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ভিসি জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং আওয়ামী লীগের একাধিক পদে থাকার অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানান। বক্তারা আরও বলেন, ভিসি জাকির হোসেন ছাত্র জনতার অর্জিত ২য় স্বাধীনতার পরেও পলাতক আওয়ামী দোসরদের সমর্থনে প্রশাসন পরিচালনা করছেন, যা নতুন প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে, অন্যথায় তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন তারা। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আলম, ফয়সাল আহমেদ সাগর, আব্দুল আজিজ নাহিদ, শিপন সরকার, আব্দুর রাজ্জাক রাজ, রাগিব পাটোয়ারী, খন্দকার আল ইমরান, মাহমুদুল হাসান লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পাঠানোর ঘোষণাও দেওয়া হয়।