শিক্ষাঙ্গন

ইবি উপাচার্যের আহ্বান: পৃথিবীর নিপীড়িত মানুষের পাশে আমাদের কণ্ঠস্বর সবসময় উচ্চকিত থাকবে

ইবি উপাচার্যের আহ্বান: পৃথিবীর নিপীড়িত মানুষের পাশে আমাদের কণ্ঠস্বর সবসময় উচ্চকিত থাকবে

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, পৃথিবীর সকল নিপীড়িত মানুষের জন্য আমাদের কণ্ঠস্বর সবসময় উচ্চকিত থাকবে। এটি আমাদের ঈমানী দায়িত্ব এবং নৈতিক প্রত্যয়। ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা তাদের জন্য যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতা করবো। রোববার দুপুর ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খান। এতে উপাচার্যসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। জানাজায় উপস্থিত শিক্ষার্থীরা ফিলিস্তিনের জন্য দোয়া এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। উপাচার্য তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনের মুক্তিকামী জনতার সংগ্রামের স্পিরিট আমাদের হৃদয়ের ঐক্য তাদের সঙ্গে রাখে। আমরা সর্বাত্মকভাবে ফিলিস্তিনের পাশে আছি এবং থাকবো। ইবি উপাচার্যের আহ্বান: পৃথিবীর নিপীড়িত মানুষের পাশে আমাদের কণ্ঠস্বর সবসময় উচ্চকিত থাকবে