সারাদেশ

রাণীশংকৈলে কৃষকদের মাঝে ২ লক্ষ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ

রাণীশংকৈলে কৃষকদের মাঝে ২ লক্ষ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৪৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আলাউদ্দিন শেখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, প্রেস ক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার এবং উপ সহকারী কৃষি কর্মকর্তারা। অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়, যার মধ্যে ছিল এলএলপি (শ্যালো), মেইজ শেলার (ভূট্টা ভাঙার মেশিন), ফুট পাম্প, স্প্রেয়ার, এবং ফিতা পাইপ।