চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৯-১১ মের মধ্যে প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তপন কুমার বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সাধারণত ফল প্রকাশ করা হয়। সে অনুযায়ী ১১ মের মধ্যে এসএসসির ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।’ তিনি জানান, আগামী ৯, ১০ ও ১১ মে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন প্রকাশের অনুমতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪২ হাজার ৩১৪ পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা দেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ।
মতামত