সারাদেশ

তাড়াশে নাশকতার মামলায় ইউপি সদস্যসহ আটক ২

তাড়াশে নাশকতার মামলায় ইউপি সদস্যসহ আটক ২

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, বিকাল ৪:৩৩

সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার মামলায় সগুনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মনিরুল ইসলামসহ ২ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। আটককৃতরা হলেন মো. মনিরুল ইসলাম (৫০) ও বারুসাস ইউনিয়নের মো. বেল্লাল আলী (৫৫)। সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণাকালে তার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানিয়েছেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।