সারাদেশ

তাড়াশে ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: ৩ বছর পর আসামি গ্রেপ্তার

তাড়াশে ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: ৩ বছর পর আসামি গ্রেপ্তার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, বিকাল ৪:৩১

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্বাসউজ্জামানের বাড়িতে ২০২১ সালে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই সিরাজগঞ্জ জেলা। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রমজান আলী ওরফে আলম (৪৪) এবং মো. আব্দুর রাজ্জাক (৪৮)। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনাটি ঘটে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে, যখন ২০-২৫ জনের সশস্ত্র ডাকাত দল আব্বাসউজ্জামানের বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। তারা আব্বাসউজ্জামান ও তার মাকে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং সাতটি আলমারি ও চারটি ট্রাংক ভেঙে প্রায় ৪৩ ভরি ৬ আনা স্বর্ণালঙ্কার এবং ২ লাখ ৪০ হাজার টাকা লুট করে। ইউপি চেয়ারম্যান আব্বাসউজ্জামান ঘটনার পরপরই তাড়াশ থানায় মামলা দায়ের করেন। তবে জেলা গোয়েন্দা শাখা আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়। পিবিআই পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা মামলাটি তদন্ত করে প্রথমে রমজান আলী ওরফে আলমকে গ্রেপ্তার করেন। আদালতে দেওয়া জবানবন্দিতে রমজান আলী জানান, আসামি আব্দুর রাজ্জাক এই ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন এবং তার সাথে আরও ৪ জন সহযোগী ছিল। রমজান আলীর তথ্যের ভিত্তিতে পিবিআই মো. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে, যার বিরুদ্ধে এর আগেও ডাকাতি, হত্যা, অপহরণ এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।