হিলিতে ডিমের দাম হ্রাস: ব্যবসায়ীদের ভারত থেকে আমদানির প্রস্তুতি

হিলিতে ডিমের দাম হ্রাস: ব্যবসায়ীদের ভারত থেকে আমদানির প্রস্তুতি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, দুপুর ২:২৯

হিলিতে ডিমের দাম ক্রমান্বয়ে কমছে। গতকাল খুচরা বাজারে প্রতি পিস ডিম বিক্রি হয়েছে ১৪ টাকায়, যা আজ এক টাকা কমে ১৩ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।
বাজারে এই দাম কমার প্রবণতার পেছনে রয়েছে ডিম আমদানির প্রস্তুতি, যা ব্যবসায়ীদের মধ্যে আলোচিত হচ্ছে।ভারত থেকে ডিম আমদানির জন্য ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছেন। তবে এর জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। কাস্টমস বিভাগ থেকে তিনটি শর্ত মেনে ডিম আমদানি করা যাবে। শর্তগুলো হলো: ১. বাণিজ্য মন্ত্রণালয় থেকে বৈধ আমদানির লাইসেন্স সংগ্রহ। ২. ভারতের অভ্যন্তরীণ কোয়ারেন্টাইন অফিস থেকে ভাইরাস মুক্তির ছাড়পত্র। ৩. বাংলাদেশের প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন থেকেও একই বিষয়ে ছাড়পত্র গ্রহণ। এদিকে, ভারত সরকার আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে এনেছে, যা আমদানিকে আরও সহজ করছে। আমদানিকৃত ডিমের প্রতি ডজনের দাম ০.৫৮ মার্কিন ডলার, অর্থাৎ প্রতি পিস ভারতীয় মুদ্রায় ৬ রুপি এবং বাংলাদেশি টাকায় ৯ টাকা। তবে পরিবহন খরচ ও অন্যান্য শুল্ক যুক্ত হয়ে ক্রেতার কাছে ডিমের দাম পিসপ্রতি ১১ টাকা হতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। ডিম আমদানি শুরু হলে স্থানীয় বাজারে এর আরও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ক্রেতারা।