কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। তিনি শনিবার (১৯ অক্টোবর) বিকালে কুড়িগ্রামের রাজারহাটে একটি পথসভায় এসব কথা বলেন।
নয়ন অভিযোগ করেন, গত ১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মত চেপে বসেছিল। তিনি উল্লেখ করেন, এই সময়কালেই বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রের তালিকায় নাম থাকা সত্ত্বেও মানুষের স্বাধীনতা ছিল না। দেশে একটি পার্লামেন্ট ছিল কিন্তু কার্যকরীতা ছিল না। নির্বাচন কমিশন ছিল কিন্তু ভোটাধিকার ছিল না, বলেন তিনি।
পথসভা শেষে রাজারহাট বাজারে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশে আদালত ছিল কিন্তু ন্যায়বিচার ছিল না। আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচারপ্রার্থীর রাজনৈতিক পরিচয়ের উপর নির্ভর করেই রায় নির্ধারিত হত।
নয়ন বলেন, প্রশাসন ছিল কিন্তু কোন নিরপেক্ষতা ছিল না। র্যাব-পুলিশ ছিল কিন্তু মানুষের নিরাপত্তা ছিল না। অথচ র্যাব পুলিশ গঠন করা হয়েছিল দেশের মানুষের নিরাপত্তার জন্য। দুঃখের বিষয়, র্যাব-পুলিশের আতঙ্কে মানুষের জীবনের নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল।
তিনি আরও জানান, এই ১৬ বছর বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে এসেছে।
তিনি উল্লেখ করেন, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান দেশে না থাকলেও দেশের রক্ষায় সংগ্রাম চালিয়ে গেছেন।
নয়ন বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যান।
তিনি সতর্ক করে বলেন, দলের কোন নেতা-কর্মী বিশৃঙ্খলা বা অনিয়মের কারণ হলে দল তাদেরকে ক্ষমা করবে না, সে যত বড়ই নেতা হোক।
তিনি দলের নেতাকর্মীদের আহ্বান জানান, ফ্যাসিস্টের দোষররা যাতে দলের আশ্রয় প্রশ্রয় না পান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মতামত