সারাদেশ

খালে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খালে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, রাত ১২:০৪

পিরোজপুরের নেছারাবাদে খালে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের কামারকাঠি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম মো. হানিফ আকন (১০)। তিনি কামারকাঠি গ্রামের সালেক আকনের ছেলে এবং পশ্চিম কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিলেন। জলাবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য মো. নুরুল আমিন লিটন জানান, হানিফ ঘটনার দিন বেলা ১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালে দুজনের সঙ্গে গোসল করতে যায়। একপর্যায়ে খালে থাকা টগরের স্তূপের নিচে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি করে প্রায় দুই ঘণ্টা পর তাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক শাহারুখ মালিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।