সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, রাত ৯:৫৫

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে হেফজুল উলুম কামিল মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী, এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমির ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “১৫ বছরের স্বৈরশাসনের পর আল্লাহ তায়ালা আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। আমরা এই বাংলাদেশকে মানবিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে।” তিনি আরও বলেন, “জনগণ আর স্বৈরশাসন দেখতে চায় না। জামাতের রুকনদের এই লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুরুল ইসলাম বুলবুল, অধ্যক্ষ শাহাবুদ্দিন, মো. রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী, এবং চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।