নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বিহারীপাড়া গ্রামে ২ বছর বয়সী সালমান নামে এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সালমান ওই গ্রামের গ্রাম্য চিকিৎসক ইসমাইল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সালমান বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে সে টিউবওয়েলের পাশে থাকা বালতি ভর্তি পানিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত বালতিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর মতে, শিশুটি খেলার সময় অসাবধানতার কারণে পানিভর্তি বালতিতে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মতামত