জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশ অভিযান চালিয়ে একশত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ক্ষেতলাল থানা পুলিশের একটি টিম ১৯শে এপ্রিল দিবাগত রাতে নিশ্চিন্তা বাজার এলাকা পাকা রাস্তার উপর থেকে মোঃ সানোয়ার হোসেন (৩৮), মোঃ আছমাউল হোসেন (৩৪) নামের দুই মাদক কারবারিকে মাদক বিক্রি করার সময় গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাদক কারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য কিনে এনে কালাই ক্ষেতলাল আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
মতামত