সারাদেশ

হোসেনপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, ব্যবসায়ীকে জরিমানা

হোসেনপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, ব্যবসায়ীকে জরিমানা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, রাত ৯:৫৩

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শাকসবজি ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহেমীন মাহমুদ, এবং থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন। অভিযানে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। অভিযানের সময় ভেজাল খেজুর রাখার দায়ে হাসপাতাল মোড়ের ফল ব্যবসায়ী মানিক চন্দ্র মোদককে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান জরিমানার আদেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।