সারাদেশ

কুড়িগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা

কুড়িগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, রাত ৯:৫১

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের হযরত উম্মে হাবিবা (রা:) বালিকা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো: আব্দুর রহিম ওরফে মামুনের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রী সুমাইয়া আক্তার (১১) এর মা লাইজু বেগম শনিবার (১৮ অক্টোবর) রাজারহাট থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে ওয়াজ মাহফিল চলাকালে রাত ৮:৩০ মিনিটে আব্দুর রহিম সুমাইয়াকে তার রুমে মোবাইলের চার্জার নিয়ে আসতে বলেন। চার্জার নিয়ে আসার পর মামুন তাকে একা পেয়ে শারীরিক নিপীড়ন করেন। ভুক্তভোগী ছাত্রীর চিৎকারে মামুন তাকে ছেড়ে দেয় এবং এ বিষয়ে কাউকে জানাতে নিষেধ করে। দীর্ঘ সময় এ ঘটনা চেপে রাখার পর মাদ্রাসা ছুটি হলে সুমাইয়া তার মাকে ফোনে পুরো ঘটনা জানায়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান এবং তার স্ত্রী হাফেজা মোছাঃ মাহমুদা বেগমকে বিষয়টি জানানো হলেও তারা অভিযোগটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তের গ্রেফতারের চেষ্টা চলছে।