সারাদেশ

সিংড়ায় ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন এবং আনন্দ মিছিল

সিংড়ায় ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন এবং আনন্দ মিছিল

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, রাত ৯:৫০

গতকাল ১৮ অক্টোবর বিকেলে সিংড়া গণ অধিকার পরিষদ উপজেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সভায় ছাত্র অধিকার পরিষদ সিংড়া উপজেলা শাখার কমিটি গঠন এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিংড়া উপজেলা চত্বর মুক্ত মঞ্চে এই কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মেহেদী হাসান মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট হারুনুর রশিদ বুলবুল। এছাড়াও বক্তব্য রাখেন সিংড়া উপজেলার সমন্বয়ক সাজিদুল বাসার, ছাত্র অধিকার পরিষদ নাটোর জেলা শাখার সাবেক সভাপতি ইফতেখার শাওন, সোহেল রানা (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নাটোর জেলা শাখা), ফরহাদ হোসেন (যুব অধিকার পরিষদ, নাটোর জেলা শাখা), এবং আহসান হাবিব (সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, নাটোর জেলা শাখা)। আলোচনা সভা শেষে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। আলিফ রানা সভাপতি, সাগর হোসেন সাধারণ সম্পাদক, এবং আরমান সরদার সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন। নতুন গঠিত এই ৩১ সদস্য বিশিষ্ট কমিটি সিংড়া উপজেলায় ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা করবে।