সারাদেশ

সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে সাংবাদিক কল্যাণ সংস্থার শুভেচ্ছা ও আলোচনা সভা

সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে সাংবাদিক কল্যাণ সংস্থার শুভেচ্ছা ও আলোচনা সভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, রাত ৯:৪৮

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ শনিবার (১৯ অক্টোবর) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম মূনিরের সাথে শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভা করেন। সভাটি অনুষ্ঠিত হয় সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান। সভায় সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক বাংলার সাতক্ষীরার জেলা প্রতিনিধি মোঃ আবু সাইদ, সিনিয়র সহ-সভাপতি ডিএম কামরুল ইসলাম (দৈনিক খবরের আলো), সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম মুন্না (দৈনিক কালের চিত্র), সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান বাপ্পী, তথ্য বিষয়ক সম্পাদক মীর আবু বক্কার, এবং নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি মাছুম বিল্লাহ, আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক রুপবাণীর সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরসহ আরও অনেকে অংশ নেন। পুলিশ সুপার মনিরুল ইসলাম এসময় বলেন, সাতক্ষীরাকে মাদকমুক্ত, যানজটমুক্ত এবং একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকরাই সমাজের দর্পণ, তাই তাদের ভূমিকা অপরিসীম। আমরা সাংবাদিকদের সাথে একযোগে কাজ করে সাতক্ষীরার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। তিনি সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সাফল্য কামনা করেন এবং একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।