সারাদেশ

নওগাঁয় গণসংহতি আন্দোলনের উদ্যোগে শহীদদের স্মরণে স্মরণসভা

নওগাঁয় গণসংহতি আন্দোলনের উদ্যোগে শহীদদের স্মরণে স্মরণসভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, রাত ৯:৪৫

নওগাঁয় ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গণসংহতি আন্দোলনের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে এই সভা অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মানিক মোহাম্মদ। সভায় বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, কবি ও লেখক ম আ ব সিদ্দিকী বাদাম, জাতীয় পরিষদের সদস্য জুয়েল খান, বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দীন খান, সংগঠক ওয়াবুর রহমান মোহন, শিক্ষার্থী তানজিমুল ইসলাম শিহাব, আশরাফিয়া জান্নাতি, এবং লায়লা রশিদ লিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। গণসংহতি আন্দোলনের সম্পাদক মুরাদ মোর্শেদ বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কারণে মানুষের মাঝে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, তারই প্রকাশ ঘটে গণঅভ্যুত্থানের মাধ্যমে। জনগণ ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করেছে এবং এই লড়াই অব্যাহত রাখতে হবে।” বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছে, এবং আমরা চাই এই জাতীয় ঐক্যকে সংরক্ষণ করে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে। সভাপতির বক্তব্যে মানিক মোহাম্মদ বলেন, এই অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারের বেশি। আহতরা এখনও সঠিক চিকিৎসা পাচ্ছেন না, যা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।