আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ভাই-ভাই মটরস নামক মোটরসাইকেল শোরুমে ক্রেতা সেজে একটি সিভিআর বাইক চুরি করে পালিয়ে গেছে এক চোর।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে এ চুরির ঘটনা ঘটে।
শোরুমের মালিক মো. হেলাল জানান, বিকেল সাড়ে ৪টার দিকে প্রাইভেট কারে তিনজন মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে শোরুমে আসে। তাদের মধ্যে একজন চোর হিসেবে শনাক্ত হয়। প্রথমে সে শোরুমে বিভিন্ন বাইক ঘুরে দেখে এবং পরবর্তীতে একটি সিভিআর মোটরসাইকেল পছন্দ করে।
তিনি মোটরসাইকেলটি ট্রায়ালে নেওয়ার পর আর ফিরে আসেননি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর শোরুমের মালিক সন্দেহ হলে সঙ্গে আসা প্রাইভেটকার চালক লেবু মিয়া ও তার প্রতিবেশী দুলালকে আটক করেন।
প্রাইভেটকার চালক লেবু মিয়া জানান, তাকে ভাড়া করা হয়েছিল বাইপাইল যাওয়ার জন্য। চোর তার সঙ্গে একটি ব্যাগ নিয়ে এসেছিল, যেখানে টাকা আছে বলে জানায়। কিন্তু পরে দেখা যায় ব্যাগে কোনো টাকা নেই, শুধু কাগজপত্র রয়েছে।
আশুলিয়া থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত