সারাদেশ

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের দখল নিয়ে বিএনপি'র দুই পক্ষের সংঘর্ষ, উত্তেজনা চরমে

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের দখল নিয়ে বিএনপি'র দুই পক্ষের সংঘর্ষ, উত্তেজনা চরমে

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, দুপুর ২:৩০

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের দখল নিয়ে বিএনপি'র দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। ৯ আগস্ট বিএনপি নেতাকর্মীরা রাজশাহী সড়ক পরিবহন ভবন দখল করার পর থেকে তারা দুইটি ভাগে বিভক্ত হয়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এক পক্ষ বাস মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য ভবন দখলে রাখতে চায়, আরেক পক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আনার পক্ষে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মানববন্ধনে বাধা এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগের পাল্টা অভিযোগ চলছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম হেলালসহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা দাবি করেন, ১৬ অক্টোবর তাদের স্মারকলিপি জমা দেওয়ার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। তবে, গৌতম মোহন চৌধুরী রাকেশ এর নেতৃত্বে আরেক পক্ষ দাবি করে, তারা নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করছিল, তখন নজরুল ইসলাম হেলাল এবং তার সঙ্গীরা এসে মানববন্ধন বন্ধ করার চেষ্টা করে এবং সংঘর্ষ শুরু হয়। রাজপাড়া থানার ওসি জানান, দুই পক্ষই একই ধরনের অভিযোগ করেছেন, যা তদন্ত সাপেক্ষে সমাধান করা হবে।