সারাদেশ

তাড়া‌শে গ্রাম উন্নয়ন ক‌মি‌টি গঠন কেন্দ্র করে বিএন‌পি'র দুই প‌ক্ষের সংঘর্ষ, আহত ১৫

তাড়া‌শে গ্রাম উন্নয়ন ক‌মি‌টি গঠন কেন্দ্র করে বিএন‌পি'র দুই প‌ক্ষের সংঘর্ষ, আহত ১৫

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, দুপুর ২:১৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গ্রাম উন্নয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে তাড়াশ উপজেলার মাগুরাবিনোদ ইউনিয়নের মান্নান নগর বাজার এলাকায়। এলাকাবাসীর সূত্রে জানা যায়, হামকুড়িয়া গ্রামের গ্রাম উন্নয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে মাগুরাবিনোদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক ও তাড়াশ উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম মোল্লার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর জের ধরে দুই পক্ষ মান্নান নগর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন, যার মধ্যে মোতালেব হোসেন, আব্দুল রশিদ, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মাহতাব আলী, মহসীন, শিবলু, আব্দুল বারিক, তছলিম ও আব্দুর রাজ্জাক উল্লেখযোগ্য। আহতদের মধ্যে আব্দুর রশিদ ও মাহতাব আলীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।