বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যে নানা সমস্যা বিদ্যমান রয়েছে, সেগুলোর সমাধানে না গিয়ে যদি সমস্যাগুলোকে রাজনৈতিক মূলধন বানানো হয়, তাহলে সমস্যার সমাধান আরও জটিল হয়ে পড়বে। তিনি সবাইকে সমস্যার সমাধানের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সল্টগুলা ক্রসিংস্থ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান উৎসবে তিনি এসব কথা বলেন। ইপিজেড সার্বজনীন বৌদ্ধ বিহার আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ প্রিয়দর্শী মহাথেরোর সভাপতিত্বে অন্যান্য বক্তারা সমাজের সমস্যা নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আমীর খসরু আরো বলেন, সমস্যাকে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, তাহলে তা দেশের জন্য ক্ষতিকর হবে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হতে হবে, ধর্মীয় বিভেদ সৃষ্টি করে নয়।
মতামত