সারাদেশ

তাড়াশে বৃষ্টির প্রভাবে সবজির দাম বেড়ে দ্বিগুণ

তাড়াশে বৃষ্টির প্রভাবে সবজির দাম বেড়ে দ্বিগুণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, দুপুর ১:৫৯

সিরাজগঞ্জের তাড়াশে বৃষ্টির প্রভাবে সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারগুলোতে সবজির দাম ঊর্ধ্বমুখী। বেগুন, করলা, কপি সহ বেশ কিছু সবজির দাম কেজিতে ১০০ টাকার ওপরে চলে গেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন, বৃষ্টির কারণে শাকসবজির চারা নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে অনেক সবজির দাম ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি, যা আগে ছিল ২০০ টাকা। বেগুনের দাম ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে। করলার দাম ৬০ থেকে ৮০ টাকা, মুখীকচু ৫০ থেকে ৬৫ টাকা, কাঁচা পেঁপে ৫০ থেকে ৬০ টাকা, এবং অন্যান্য সবজির দামও এমনই বেড়ে গেছে। খুচরা ব্যবসায়ী শহিদুল ইসলাম জানিয়েছেন, তারা বেশি টাকায় কিনতে বাধ্য হচ্ছেন, তাই বিক্রিও বেশি দামে করতে হচ্ছে। বাজার করতে আসা লুৎফর রহমান আক্ষেপ করে বলেন, সব ধরনের পণ্যের দাম বেড়েছে, কিন্তু এ নিয়ে তদারকি খুবই কম। তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান জানান, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে এবং দ্রব্যমূল্য সহনীয় রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।